ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ্বৈত নাগরিকত্বে অযোগ্য অস্ট্রেলীয় উপ-প্রধানমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
দ্বৈত নাগরিকত্বে অযোগ্য অস্ট্রেলীয় উপ-প্রধানমন্ত্রী  ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বৈত নাগরিকত্বের কারণে উপ-প্রধানমন্ত্রীর পদে বারনবে জয়েসকে অযোগ্য ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার উচ্চ আদালত। একই সঙ্গে আরও তিন রাজনীতিবিদকেও অযোগ্য ঘোষণা করা হয়েছে। যারা দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন।

স্থানীয় সময় শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে অস্ট্রেলিয়ার উচ্চ আদালত উপ-প্রধানমন্ত্রী বারনবে জয়েসকে ওই পদে অযোগ্য বলে এ রায় দিয়েছে।
 
বাকি তিন রাজনীতিবিদের বরখাস্তের  আদেশ গত জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

 
  
অস্ট্রেলিয়ার সংবিধান অনুসারে, দ্বৈত নাগরিকত্ব থাকলে কেউ দেশটিতে নির্বাচন করতে পারবেন না।  
দেশটির উপ-প্রধানমন্ত্রী জয়েসের নিউজিল্যান্ডের নাগরিকত্ব রয়েছে। আদালতের রায়ের পর তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কোর্টের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।