ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্বায়ত্তশাসন বাতিল, কাতালোনিয়ার ক্ষমতা ‘নিলো’ মাদ্রিদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
স্বায়ত্তশাসন বাতিল, কাতালোনিয়ার ক্ষমতা ‘নিলো’ মাদ্রিদ বার্সেলোনার রাস্তায় কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে র‌্যালি

স্পেনের সরকার দেশটির কাতালোনিয়া অঞ্চলের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে সেখানকার সরকার পরিচালনার দায়িত্ব হস্তগত করেছে। তবে বার্সেলোনায় এখনও কাতালোনিয়ার আঞ্চলিক সরকারই পরিচালনায় থাকায় মাদ্রিদের এই ঘোষণা কীভাবে কার্যকর হবে, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।

শনিবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে এক আনুষ্ঠানিক রাষ্ট্রীয় বুলেটিনে কাতালোনিয়ার আঞ্চলিক নেতাদের অপসারণ করে সেখানকার ‘ইনচার্জ’ হিসেবে কেন্দ্রীয় উপ-প্রধানমন্ত্রী সোরায়া সায়েনজ সান্তামারিয়ার নাম ঘোষণা করা হয়। শুক্রবার (২৭ অক্টোবর) কাতালান পার্লামেন্টে ‘স্বাধীনতার ঘোষণা’ পাস হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই নজিরবিহীন সিদ্ধান্ত নিলো স্প্যানিশ সরকার।

স্প্যানিশ ভাষায় দেওয়া ওই বুলেটিনে বলা হয়, সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ বাস্তবায়নের অংশ হিসেবে কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন্ত, তার ডেপুটি অরিয়ল হানকেরাসসহ ক্ষমতাসীন সব নেতাকে অপসারণ করা হচ্ছে। এখন থেকে কাতালোনিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা ইনচার্জ হিসেবে অঞ্চলটির নেতৃত্ব দেবেন সান্তামারিয়া।

দফায় দফায় বাকযুদ্ধের মধ্যে শুক্রবার বিকেলে কাতালান আঞ্চলিক পার্লামেন্টে ‘স্বাধীনতার ঘোষণা’ পাস করে ফেলেন স্থানীয় রাজনীতিকরা। ঘণ্টাখানেকেরও কম সময় পর সেখানে স্বায়ত্তশাসন বাতিল করে কেন্দ্রীয় শাসন চালুর নির্দেশনা সংক্রান্ত সংবিধানের ১৫৫ নম্বর অনুচ্ছেদ আইন আকারে পাস করে ফেলে স্প্যানিশ সিনেট। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় কাতালোনিয়ায় সংবিধান ও আইনের শাসন পুনর্প্রতিষ্ঠা করার ঘোষণা দেন।

 উপ-প্রধানমন্ত্রী সোরায়া সায়েনজ সান্তামারিয়া
পরে মন্ত্রিসভার সঙ্গে দু’দফা বৈঠক করে প্রধানমন্ত্রী রাহয় বলেন, ‘মাদ্রিদ কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণা দিচ্ছে। একইসঙ্গে কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন্তসহ সংবিধান-বহির্ভূত গণভোট আয়োজনকারীদের অপসারণের ঘোষণা দিচ্ছে। ’ প্রধানমন্ত্রী আগামী ২১ ডিসেম্বর কাতালোনিয়ায় আঞ্চলিক নির্বাচনেরও ঘোষণা দেন।

তার এই ঘোষণার পর কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশের কমিশনার হোসেপ লুইস ত্রাপেরো আলভারেসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার খবর আসে। তার পরপরই স্বায়ত্তশাসিত মোসোস পুলিশ বাহিনীর মহাপরিচালক পেরে সোলার ক্যাম্পিনসসহ আরও বেশ ক’জন জ্যেষ্ঠ কর্মকর্তাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।  

শনিবার মাদ্রিদ, বার্সেলোনা দুই শহরেই স্বাধীনতার পক্ষে-বিপক্ষে র‌্যালি হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে কাতালান সরকারকে পুরোপুরি অকার্যকর করতে স্প্যানিশ সরকার আরও কিছু পদক্ষেপ নিতে পারে বলেও ইঙ্গিত মিলছে।

তবে দু’পক্ষের এই অনড় অবস্থান শেষ পর্যন্ত হানাহানিতে গড়ায় কি-না, এ নিয়েই উদ্বিগ্ন ইউরোপসহ বিশ্ব।

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের ভূমধ্যসাগর তীরবর্তী প্রায় ২০ হাজার বর্গ কিলোমিটারের কাতালোনিয়ায় রয়েছে ৭৫ লাখ মানুষের বসবাস, যা স্পেনের মোট জনগণের ১৬ শতাংশ। স্পেন থেকে যা রফতানি হয়, তার ২৫ দশমিক ৬ শতাংশ রফতানি হয় এই অঞ্চল থেকে। স্প্যানিশ জিডিপিতে কাতালোনিয়ার অবদান ১৯ শতাংশ। স্পেনে বিদেশি বিনিয়োগের ২০ দশমিক ৭ শতাংশ যায় এই অঞ্চলে।

নিজস্ব ভাষা ও সংস্কৃতির কাতালানরা সর্বোচ্চ স্বায়ত্তশাসনের অধিকার ভোগ করলেও সাংবিধানিকভাবে পৃথক রাষ্ট্র হতে চায়। এখানকার আঞ্চলিক সরকার গত প্রায় পাঁচ বছর ধরেই আলাদা রাষ্ট্র গঠনের চাপ হজম করছে জনগণের। ২০১৫ সালের আঞ্চলিক নির্বাচনে স্বাধীনতাকামী দল বিজয়ী হলে এই চাপ আরও স্পষ্ট হয়।

তবে স্বাধীনতার দাবিতে কাতালানরা সরব হওয়ার পর থেকেই বিরোধিতা করে আসছে স্প্যানিশরা। এই বিরোধিতার মধ্যেই ২০১৪ সালে কাতালানরা পরীক্ষামূলক গণভোট করলে তার ফলাফলকে উড়িয়ে দেন প্রধানমন্ত্রী রাহয়। তিনি সেসময় বৈধ উপায়ে গণভোট আয়োজনের আবদারও না মানার কথা স্পষ্ট জানিয়ে দেন। শেষ পর্যন্ত ১ অক্টোবর অনুষ্ঠিত চূড়ান্ত গণভোটের পর দফায় দফায় বাকযুদ্ধ হয় রাহয় ও পুজদেমন্তের মধ্যে। পুজদেমন্ত এক পর্যায়ে স্বাধীনতা ঘোষণা করেও তা আলোচনার স্বার্থে স্থগিত করলেও রাহয় স্পেনের ঐক্য ও সংবিধান সুমন্নত রাখার স্বার্থে কাতালোনিয়াকে একীভূত রাখতে স্বায়ত্তশাসন বাতিলের কথাই বলেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এইচএ/

কাতালান জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের অপসারণ, সঙ্কট ঘনীভূত
কাতালোনিয়ায় মাদ্রিদের শাসন জারির প্রস্তাব পাস
স্পেন থেকে ‘স্বাধীনতার ঘোষণা’ কাতালোনিয়ার
কাতালোনিয়ার স্বাধীনতা: মুখোমুখি মাদ্রিদ-বার্সেলোনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।