ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিডনিতে ক্লাসরুমে প্রাইভেট কার, নিহত ২ স্কুলছাত্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
সিডনিতে ক্লাসরুমে প্রাইভেট কার, নিহত ২ স্কুলছাত্র সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি স্কুলের ক্লাসরুমে ঢুকে পড়া প্রাইভেট কারের আঘাতে আট বছর বয়সী দুই ছাত্র নিহত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল পৌনে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

ব্যাংকশিয়া রোড পাবলিক স্কুলে এ দুর্ঘটনা ঘটে।

এতে আরও তিন ছাত্রী আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
 
গাড়িটি চালাচ্ছিলেন ৫২ বছর বয়সী এক নারী। তাকে পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। তদন্তের অংশ হিসেবে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত ও প্রস্রাব পরীক্ষা করাচ্ছে পুলিশ।

কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় ক্লাসরুমে শিক্ষকসহ মোট ২৪ জন ছিলেন। আহতদের হাসপাতালে নেওয়ার পর দুই ছাত্রের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৯ বছরের এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক।  

নিউ সাউথ ওয়ালেস পুলিশের কমান্ডার স্টুয়ার্ট স্মিথ জানান, দুর্ঘটনাটি ইচ্ছাকৃত করা হয়নি।  

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।