হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় ডা. এ পি মেহতা ও ডা. ভিশাল গুপ্তাকে বরখাস্ত করা হয়েছে।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালের গাফিলতির কথা জানতে পেরে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৩০ নভেম্বর হাসপাতালে এক দম্পতির যমজ সন্তানের জন্ম হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যমজ সন্তানের মধ্যে মেয়ে শিশুটি মৃত অবস্থায় জন্মেছে। ছেলেটির অবস্থা আশঙ্কাজনক। কিছুক্ষণ পরে ছেলে শিশুটিরও মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। শেষকৃত্যের জন্য প্লাস্টিক ব্যাগে দুই সন্তানের দেহ বাবা-মায়ের কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ। কিন্তু দেহ দুটির সৎকারের সময় দম্পতি খেয়াল করেন, ব্যাগের মধ্যে রাখা একটি শিশু নড়ছে। অন্য একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, ছেলে শিশুটি বেঁচে আছে।
নবজাতকটির বাবা আশিসের অভিযোগের ভিত্তিতে ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
আরআর