বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দেশটিতে এই জ্বর আক্রান্ত দুই হাজার ৮৪৫ জনকে চিহ্নিত করা হয়েছে। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শতকরা একজন মারা যাচ্ছেন।
নাইজেরিয়ার প্রধান রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য মতে, লাসা জ্বরে এই পর্যন্ত ২২ শতাংশ রোগী মারা গেছেন। এই মহামারি দেশটির ১৮টি রাজ্যে ছড়িয়ে পড়েছে।
এদিকে হাসপাতালে এসব রোগীর চিকিৎসা করতে গিয়ে ১৪ স্বাস্থ্যকর্মীও এই জ্বরে আক্রান্ত হন। যার মধ্যে চারজন মারা গেছেন।
উল্লেখ্য, লাসা জ্বর হচ্ছে সংক্রামিত চর্বি,ইঁদুরের প্রস্রাব দ্বারা দূষিত খ্যাদ্য এবং ইঁদুরেরে স্পর্শ করা খাবার থেকে। এই রোগের ফলে জ্বরের সঙ্গে শরীরের বিভিন্ন অংশে রক্তক্ষরণ হতে পারে এবং চোখের ও নাকে সংক্রমন হতে পারে।
বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, মার্চ ০৩,২০১৮
এমএফআই/এসআই