সংবাদ মাধ্যমগুলো মঙ্গলবার এ খবর দিয়েছে। আগের দিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি সিরিয়ার খান শেইখুনে ২০১৭ সালের কথিত রাসায়নিক হামলার প্রসঙ্গ টেনে হুঁশিয়রি উচ্চারণ করেন।
রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান ভালেরি গেরাসিমভ পাল্টা হুমকি দিয়ে বলেন, সিরিয়ার দামেস্ক বা অন্য কোনো স্থানে চালানো কোনো মার্কিন হামলায় যদি মোতায়েন রুশ সেনাদলের সদস্যদের জীবন বিপন্ন হলে আমরাও উপযুক্ত জবাব দেবার জন্য প্রস্তুত।
গেরাসিমভ স্মরণ করিয়ে দেন সিরিয়ার বিভিন্ন অস্ত্র ও সামরিক স্থাপনার রুশ বাহিনীর বহু কর্মকর্তা ও সামরিক উপদেষ্টা নিয়োজিত আছেন।
জেনারেল গেরাসিমভ দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, কোনোভাবে যদি রুশ সামরিক কর্মকর্তা ও বিশেষজ্ঞদের জীবন হুমকির মুখে ঠেলে দেয়া হয় তাহলে রাশিয়ার সশস্ত্র বাহিনী সুনির্দিষ্ট পন্থায় এর জবাব দেবে। শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পাশাপাশি যেসব লঞ্চার থেকে এগুলো ছোড়া হবে সেসবও ধ্বংস করে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
জেএম