স্থানীয় সময় মঙ্গলবার (২০ মার্চ) সকাল ৭টা ৫৫ মিনিটে ওয়াশিংটন থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে মেরিল্যান্ডের সেন্ট মেরি কাউন্টির গ্রেট মিলস হাইস্কুলে এ হামলা হয়। গুলিবিদ্ধ দুই শিক্ষার্থীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সকালে স্কুল শুরুর কিছুক্ষণ পরই ১৭ বছর বয়সী শিক্ষার্থী অস্টিন রোলিনস ১৪ বছর বয়সী এক ছাত্র ও ১৬ বছর বয়সের এক ছাত্রীকে গুলি করে। পরে এক নিরাপত্তারক্ষী রোলিনসকে লক্ষ্য করে গুলি ছুড়লে সে আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
স্থানীয় পুলিশের প্রধান ক্যামেরন বলেন, গুলির কারণ বা শিক্ষার্থীদের মধ্যে কি সম্পর্ক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, বন্দুকধারী তার নিজের না কি নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
গুলিবিদ্ধ ছাত্রের অবস্থা ভালো থাকলেও ছাত্রীর অবস্থা গুরুতর বলে সেন্ট মেরি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এ ঘটনার পরপরই সরকারি ওই স্কুলের প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীকে পুলিশ প্রহরায় অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।
মাসখানেক আগে ফ্লোরিডার স্কুলে বন্দুক হামলায় ১৭ জন নিহত হয়। সেই হামলার রেশ কাটতে না কাটতেই আবারও স্কুলে বন্দুকধারী হামলা চালালো।
**যুক্তরাষ্ট্রের স্কুলে ফের বন্দুক হামলা, বেশ ক’জন জখম
বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এমএইচ/আরআর