শনিবার (২৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, আগামী মাসের শেষ সপ্তাহে আন্তঃকোরীয় বৈঠকটি হবে। সে বৈঠকের নানা দিক নিয়ে আগামী সপ্তাহের বৈঠকে বসবেন দু’দেশের কর্মকর্তারা।
এপ্রিলের আন্তঃকোরীয় বৈঠকের ফলাফলের ওপরই নির্ভর করবে ট্রাম্প-কিম বৈঠকটির ভবিষ্যৎ। সবকিছু ভালোয় ভালোয় হলে সে বৈঠকের পরই হবে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক।
দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানান। পুনরেকত্রীকরণ বিষয়ক মন্ত্রী চো মিয়ুং-গিয়োন আগামী সপ্তাহের প্রস্তুতি বৈঠকে দক্ষিণ কোরীয় পক্ষের নেতৃত্ব দেবেন। আর উত্তর কোরীয় দলের নেতৃত্ব দেবেন রি সন-কুঅন।
বৈঠকটি হবে দুই কোরিয়ার মধ্যবর্তী নিরপেক্ষ এলাকা সীমান্তের ‘শান্তিগ্রাম’ পানমুনজম’-এ।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
জেএম