যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, শনিবার (২৪ মার্চ) গ্রিনিচ সময় ১১টা ২৩ মিনিটের এই ভূমিকম্পের কেন্দ্র বা উৎপত্তিস্থল ছিল কিম্বে শহরের ১৪১ কিলোমিটার পুবে মাটির ৬৭ দশমিক ৮ কিলোমিটার নিচে। জায়গাটি নিউ ব্রিটেন দ্বীপে অবস্থিত।
প্রশান্তমহাসাগরীয় আগ্নেয়গিরির বলয়ের (‘রি অব ফায়ার’) মধ্যে অবস্থিত বিপুলায়তন এই দ্বীপরাষ্ট্রটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ বলে পরিচিত। ভূমিকম্প সেখানে নিত্যদিনের ঘটনা। ‘রিং অব ফায়ার’-এর মধ্যে এর অবস্থানের কারণেই সবসময় ভূমিকম্প ও সুনামির ঝুঁকির মধ্যে থাকে দেশটি।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
জেএম