সংবাদ মাধ্যমগুলো টেরিজা মে’র মুখপাত্রের একটি বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য একা নয়, যুক্তরাজ্য ও ইইউ আগামী জুন মাসের আগে রাশিয়ার বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।
স্যালিসবুরি শহরে শুধু পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া ছাড়াও প্রায় ১৩০ জন বিষাক্ত স্নায়ুগ্যাস হামলার শিকার হয়েছেন মর্মে টেরিজা মে দাবি করেছেন। তার এই বক্তব্যের পরপরই তার মুখপাত্র এই বিবৃতিটি দিলেন।
যুক্তরাজ্যের মতো ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ, যুক্তরাষ্ট, কানাডা, পোলান্ড, ফিনল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ অনেক দেশই মনে করে রাশিয়াই এই স্নায়ুগ্যাস হামলাটি চালিয়েছে। যুক্তরাজ্যের মতো তারাও রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, টেরিজা মে সোমবার পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় দাবি করেন, ‘নোভিচক’ নামের এই গ্যাস হামলার শিকার হয়েছেন ১৩০ জনের বেশি মানুষ।
পাশাপাশি তিনি দাবি করেন, রাশিয়া সিরিয়াতে নিরীহ বেসামরিক মানুষের ওপর আসাদ সরকারের বাহিনীর রাসায়নিক হামলার বিষয়টি ধামাচাপা দেবার অপচেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
জেএম