আদালতের কাছে তার আর্জি, ট্রাম্প যেন এ ব্যাপারে যা বলার আদালতে এসে বলেন। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে বুধবার।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, স্টর্মির আইনজীবী মাইকেল আভেনাট্টি মধ্য ক্যালিফোর্নিয়ার আদালতে সোমবার পেশ করা আর্জিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার মক্কেল স্টর্মির সঙ্গে সম্পর্ক ও শারীরিক মেলামেশার কথা মিথ্যা বলে উড়িয়ে দিয়ে আসছেন। কিন্তু এবার তাকে আদালতে এসে হলফ করে বলতে হবে স্টর্মির সঙ্গে তার সম্পর্ক ছিলো কি ছিলো না।
স্টর্মির দাবি, মেলানিয়াকে বিয়ে করার এক বছর পর ২০০৬ সালে ট্রাম্প তার সঙ্গে অরক্ষিত শারীরিক সম্পর্ক করেছিলেন। এরপর ২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ান। তখন বিষয়টা যাতে গোপন থাকে সেজন্য স্টর্মির সঙ্গে ১ লাখ ৩০ হাজার ডলারের এক সমঝোতা চুক্তিও করেন ট্রাম্প সে বছরের অক্টোবরে। কিন্তু এতোদিন পর এসে স্টর্মি হাটে হাঁড়ি ভেঙে দেন।
এরপর হোয়াইট হাউসের মুখপাত্র স্টর্মির দাবি মিথ্যা এই কথা জানিয়ে প্রেসিডেন্টের পক্ষে সংবাদ ব্রিফিং করেন। কিন্তু স্টর্মির আইনজীবী তাতে না টলে দাবি করেন উপযুক্ত প্রমাণ তার মক্কেলের হাতে রয়েছে। এরই মধ্যে ট্রাম্প তাকে হুমকি দিয়েছেন বলেও দাবি করেন স্টর্মি। সব মিলিয়ে ক্লিনটন-মনিকা লেউনস্কি কেলেঙ্কারির পর আবারও এক মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে জমে উঠেছে নারী কেলেঙ্কারির নাটক। তা-ও আবার পর্ন স্টারকে নিয়ে।
বিশ্লেষকরা বলছেন, এ কারণে বড় বিপদে পড়তে পারেন ট্রাম্প। ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেনও এ নিয়ে বেশ চিন্তিত। কেননা তাকেও হলফ করে সাক্ষ্র দিতে হবে---স্টর্মির আর্জিতে সেকথাও বলা আছে।
উল্লেখ্য, গত ২৫ মার্চ রোববার রাতে ‘‘CBS' 60 Minutes programme’’-এ পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের বিস্ফোরক সাক্ষাৎকারটি প্রচারিত হয়। সেখানে স্টর্মি বলেন, ২০১১ সালে জিমনেসিমামের সামনের গাড়ি পার্কে গাড়ি থেকে নামার পর এক অপরিচিত লোক তাকে শাসিয়ে যায়, ট্রাম্পকে নিয়ে তিনি যেন বেশি ঘাঁটাঘাটি না করেন।
গত এক দশকে কোনো টিভি প্রোগ্রাম এতো বেশি দর্শক টানেনি। ২ কোটি ২০ লাখের বেশি আমেরিকান স্টর্মির সাক্ষাৎকারটি দেখেছেন।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
জেএম