দীর্ঘসময় রোগাক্রান্ত থাকার পর দিল্লির নিকটবর্তী ফরিদাবাদে শনিবার (৩১ মার্চ) তিনি মারা যান বলে পারিবারের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
২৬ আরোহী ও চার ক্রু নিয়ে কাশ্মীরের শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশে রওনা দেওয়া ভারতীয় এয়ারলাইন্সের প্লেনটির পরিচালনায় ছিলেন ক্যাপ্টেন কাচরু।
ভারতীয় কারাগারে বন্দি পাকিস্তানিদের মুক্তির দাবিতে সে সময় প্লেনটি ছিনতাই করে বিচ্ছিন্নতাবাদীরা। যদিও ভারত সরকার সে দাবি প্রত্যাখ্যান করে।
পরে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। প্লেনের যাত্রী ও ক্রু’রা অমৃতসর হয়ে সড়কপথে ভারত ফিরে আসেন। আর পুড়িয়ে দেওয়া হয় প্লেনটি।
ওই ঘটনার প্রতিক্রিয়ায় পরবর্তীতে ভারতীয় আকাশসীমায় পাকিস্তানি প্লেন চলাচল নিষিদ্ধ করে ভারত।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
জেডএস