হাতে হাত রেখে দক্ষিণ আফ্রিকার মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন মেন্ডেলা-উইনি দম্পতি। ছবি: সংগৃহীত
ঢাকা: দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলার সাবেক স্ত্রী ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের কর্মী উইনি মেন্ডেলা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
সোমবার (০২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মেন্ডেলার সাবেক স্ত্রী উইনির ব্যক্তিগত সহকারী ভিক্টর লামিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে উইনি অসুস্থ ছিলেন।
এ কারণে চলতি বছরের শুরুতে থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে মাঝে আবার বাড়িতেও নেওয়া হয়েছিল তাকে।
‘চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে মৃত্যু হয়েছে। এ সময় তার পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা পাশে ছিলেন। ’
দীর্ঘ ২৭ বছর জেল কেটে মুক্তি পাওয়ার মেন্ডেলার সঙ্গে হাতে হাত রেখে অধিকার আদায়ে কাজ করেছেন উইনি। ওই সময় বর্ণবাদবিরোধী আন্দোলনে দারুণ ভূমিকা পালন করে উইনি।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।