স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সন্ধ্যে নামতেই হঠাৎ ধূলিঝড় ও বৃষ্টির কারণে দিল্লির রাস্তায় যান ও জনচলাচল ব্যাহত হয়। ঝড়ের তোড়ে রাস্তাঘাটের দৃষ্টিসীমা কমে যাওয়ায় খানিকটা থমকে যেতে হয় যানবাহনকে।
অভ্যন্তরীণ এয়ারলাইন্স ‘ভিস্তারা’র চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড কমার্শিয়াল অফিসার সঞ্জীব কাপুর বলেন, মুম্বাই থেকে আসা অনেক ফ্লাইট অমৃতসরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কয়েকজন যাত্রীও তাদের ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
তবে পরিস্থিতি অনুকূল হতেই ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কর্মকর্তারা। আবহাওয়াবিদরাও আভাস দিয়েছেন, প্রতিকূল পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এইচএ/