বুধবার (১১ এপ্রিল) অন্তর্জাতিক সংবাদমাধ্যগুলোর খবরে জানা যায়, বেলেমের ‘সান্তা ইজাবেল প্রিজনে'র বন্দিরা কারাগারের একটি দেয়ালে বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। বন্দিদের পালিয়ে যাওয়ায় সহায়তা করার জন্য এসময় কাগারের বাইরে থেকে একদল বন্দুকধারী আক্রমণ চালায়।
স্থানীয় নিরাপত্তাবাহিনী বিবৃতিতে জানায়, এ দুইমুখী আক্রমণে একজন কারারক্ষী এবং ১৯ জন কারাবন্দি ও তাদের সহায়তাকারী নিহত হন। গোলাগুলিতে কমপক্ষে চারজন কারারক্ষী আহত হয়েছেন।
এ ঘটনায় কোনো বন্দি কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছে কিনা, তা নিশ্চিত নয় কর্তৃপক্ষ।
গতবছর দেশটির মানাউস শহরের একটি কারাগারে বন্দিদের বিদ্রোহে ৫৬ জন নিহতের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এনএইচটি