শনিবার (১৪ এপ্রিল) ভোরে রাসায়নিক হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে দায়ী করে বিভিন্ন সরকার নিয়ন্ত্রিত স্থাপনার ওপর মার্কিন মিত্রশক্তি একযোগে হামলা শুরু করে। এর আগে হোয়াইট হাউজ থেকে এই আক্রমণের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন টেলিভিশনে প্রচারিত ঘোষণায় ট্রাম্প বলেন, আমি এই মাত্র যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে সিরিয়ান স্বৈরশাসক বাশার আল-আসাদের রাসায়নিক কারখানাগুলো লক্ষ্য করে আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছি।
এ ঘোষণার কিছুক্ষণ পরেই প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে সিরিয়ার রাজধানী দামেস্ক।
মার্কিন প্রতিরক্ষার একটি সূত্র জানায়, একাধিক রাসায়নিক অস্ত্রের কারখানা লক্ষ্য করে টমাহক ক্রুজ মিসাইল ছোড়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় রাজধানী দামেস্কে অন্তত ছয়টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশ ধোঁয়ায় ছেয়ে যায়।
এ হামলাটিকে দেশটির ওপর পশ্চিমা শক্তির সবচেয়ে বড় হস্তক্ষেপ বলে মনে করছেন বিবেচকরা।
আরও পড়ুন:
মিত্রদের নিয়ে সিরিয়ায় হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এনএইচটি/জেএম