সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলের ওপর দিয়ে প্রবল তুষারঝড় বয়ে যাচ্ছে। অঙ্গরাজ্য মিনেসোটার রাজধানী সেন্টপলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে মিনিয়াপলিস ও সেন্ট পলের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে অন্তত ৫শ’ ফ্লাইট।
তুষারপাতের কারণে যানচলাচল ব্যাহত হচ্ছে। অন্তত শ’খানেক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সড়ক থেকে তুষার সরাতে কর্মীরা কাজ করছেন।
তুষারঝড়ের কারণে বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, এ অবস্থা আরও কয়েকদিন চলতে পারে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
আরআর