বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে উত্তর প্রদেশের খুশিনগরের কাছে একটি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, কমিউটার ট্রেনটি গোরাখপুর থেকে সিওয়ান যাচ্ছিল।
এতে ঘটনাস্থলেই মারা যায় বাসের ১১ শিশু শিক্ষার্থী। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও দ ‘জন। আহত সাতজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের ৩০ কিলোমিটার দূরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর রেলওয়ের একজন মুখপাত্র বলেন, বাস চালকের মনোযোগের অভাবে এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাস্থলে মেডিকেল টিমসহ একটি রিলিফ ট্রেন পাঠিয়েছেন। একইসঙ্গে নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এএ