ঢাকা: ইসরাইলের যুদ্ধ বিষয়ক মন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, তেল আবিব সিরিয়ার ভেতরে মুক্তভাবে সামরিক অভিযান অব্যাহত রাখবে ইসরাইল। সিরিয়ার পরাজিত উগ্র সন্ত্রাসীদের মনোবল চাঙা করতে ইসরাইল এরইমধ্যে দেশটির অভ্যন্তরে কয়েক দফা আগ্রাসন চালিয়েছে।
ইসরাইলের জেরুজালেম পোস্টের বার্ষিক সম্মেলনে দেয়া এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
লিবারম্যান বলেন, রাশিয়ার ওপর হামলা চালানোর কোনো ইচ্ছা আমাদের নেই।
আমরা সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করতে চাই না। তবে কেউ যদি চিন্তা করে থাকে যে ইসরাইলে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো সম্ভব কিংবা আমাদের জঙ্গি বিমানগুলোকে ভূপাতিত করে দেয়াও সম্ভব তাহলে আমরা এর বিরুদ্ধে কড়া জবাব দেব।
তিনি আরো বলেন, সিরিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে রাশিয়া কিংবা অন্য কোনো দেশের সীমাবদ্ধতা ইসরাইল মেনে নেবে না । সিরিয়ায় অভিযান চালানোর ক্ষেত্রে আমরা পূর্ণ স্বাধীনতা ভোগ করব। ইসরাইলকে সুরক্ষার স্বার্থে কোনো ধরনের সীমাবদ্ধতা আমরা মেনে নেবো না।
বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, মে ০১, ২০১৮
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।