বুধবার (০২ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এমনটা জানানো হয়েছে। খবরে বলা হয়, মঙ্গলবার (০১ মে) একটি মসজিদে ও উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি বিপণিবিতানে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
দেশটির ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ন্যামে) মুখপাত্র ইমাম গারকি বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও রেডক্রকের কর্মীরা। সেখানে তারা ২৬ জনের মরদেহ উদ্ধার করেছেন। আর ৫৬ জনকে আহত অবস্থায় মুবি জেনারেল হাসপাতালে পাঠান, যাদের মধ্যে ১১জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তবে মেডিকেল সূত্র বলছে, তারা এ ঘটনায় ৩৫জনের মরদেহ গ্রহণ করেছেন। আর উদ্ধারকারী কর্মীদের একটি সূত্র জানায়, এ ঘটনায় ৪২জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৬৮জন আহত হয়েছেন।
উদ্ধারকর্মী সানি কাকালে বলেন, এসব আমি আমার নিজ চোখে দেখেছি। আমরা গুনে গুনে এসব মরদেহ রেখেছি।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মে ০২, ২০১৮
এএটি/এমএ