ছবি: সংগৃহীত
পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানের মারওয়াহ এলাকার একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১৬ জন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত আরো ৯ জন।
দেশটির দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, ঘটনাস্থলে উদ্ধার কর্মীদের পাঠানো হয়েছে।
দেশটির পক্ষ থেকে জাওয়াইদ সাহওয়ানি জানান, খনিতে অ্যামোনিয়া গ্যাসের কারণে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আহত ৯ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা নিহতদের মরদেহগুলো উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু মরদেহগুলো অনেক গভীরে হওয়ায় এর জন্য আরো সময় লাগবে।
বেলুচিস্তান দেশের বেশিরভাগ কয়লার যোগান দিলেও সেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে। সর্বশেষ ২০১১ সালে বেলুচিস্তানে গ্যাস বিস্ফোরণের আরেক ঘটনায় ৪০ জন মারা যান।
বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, মে ০৬, ২০১৮
পিএম/আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।