রোববার(০৬মে) বিকেলে এই ঘটনা ঘটেছে। এরপর সেনাবাহিনীর সদস্যরা এসে দস্যুদের প্রতিহত করে।
স্থানীয় গণমাধ্যম বলছে, কদুনা রাজ্যের বিরিনা গাওয়ারি এলাকার গাওয়াসাকা গ্রামের রবিবার স্থানীয় সময় আড়াইটায় দস্যুরা গ্রামে হামলা চালায়। এরপর নিরাপত্তাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে দস্যুদের প্রতিহত করে।
কনুদা রাজ্যের পুলিশ প্রধান অস্টিন ইওয়ার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই গ্রামটি দস্যুদের গ্রাম বলে পরিচিত। এখানে বন সংরক্ষণের কোনো আইন কানুন মানা হয় না।
বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, মে০৭,২০১৮
এমএফআই/এসআইএস