ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমার মা অনেক ভারতীয় থেকেও বেশি ভারতীয়

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, মে ১০, ২০১৮
আমার মা অনেক ভারতীয় থেকেও বেশি ভারতীয়

সাবেক কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের জবাবে রাহুল গান্ধী বলেছেন, আমার দেখা অনেক ভারতীয় থেকেও মা অনেক বেশি ভারতীয়। 

বৃহস্পতিবার (১০ মে) বেঙ্গালুরুতে এক সংবাদ সম্মেলনে কংগ্রেস সভাপতি এ কথা বলেন।  

কর্নাটকে নির্বাচনী প্রচারণা শেষে এ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

শনিবার (১২ মে) কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুড়ে সম্প্রতি এক জনসভায় বলেন, ‘কংগ্রেস আমলে হওয়া উন্নয়ন নিয়ে ১৫ মিনিট বলে দেখান কংগ্রেস সভাপতি; ইংরেজি, হিন্দি এবং তার মায়ের মাতৃভাষায়। ’  

এর জবাবে রাহুল গান্ধী বলেন, আমার মা ইতালীয়। তিনি তার জীবনের সিংহভাগ ভারতে কাটিয়েছেন। অনেক ভারতীয়ের চেয়েও তিনি বেশি ভারতীয়। এ দেশের জন্য তার অনেক ত্যাগ-তিতিক্ষা রয়েছে। এই দেশের জন্য অনেক কষ্টও সহ্য করেছেন তিনি।  

‘প্রধানমন্ত্রী যদি তাকে হেনস্থা করতে চান, তাহলে করতে দিন। এই মন্তব্য দিয়েই বোঝা যায় তিনি কোন মানের। এটা তার পছন্দ হলে তাকে তা করতে দিন। ’
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি আরও বলেন, প্রধানমন্ত্রীর একটা রাগ আছে। তিনি আমার মধ্যে একটা ভয় দেখতে পান। সে জন্য আমার ওপর রেগে যান। তার রাগ তার সমস্যা আমার নয়।  

এর আগে সম্প্রতি কনার্টকে দীর্ঘ দুইবছর পর জনসভায় ভাষণ দেন সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া। ওই সময় তিনি মোদী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ১০, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।