পার্থ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণে অসমিংটন শহরের একটি বাড়ির ভেতর ও বাইরে থেকে শুক্রবার (১১ মে) মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
তারা কিভাবে মারা গেছেন সে বিষয়ে কর্তৃপক্ষ পরিষ্কার কোনো তথ্য জানায়নি।
কোনো ধরনের হুমকি ছিলো না বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি হত্যা না আত্মহত্যা সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
ওয়েস্টার্ন পুলিশ কমিশনার ক্রিস ডাওসন জানিয়েছেন, মরদেহগুলো দু’টি ঘরের বাইরে, বাকিগুলো ঘরের ভেতরে পড়েছিলো। যদি এটি গুলির ঘটনা হয়, তাহলে তা হবে ১৯৯৬ সালে তাসমানিয়ায় ৩৫ জনকে গুলি করে হত্যার ঘটনার পর দ্বিতীয় বড় ন্যাক্কারজনক ঘটনা।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মে ১১, ২০১৮
জেডএস