ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় এবার পুলিশ হেডকোয়ার্টারে হামলা, আহত ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, মে ১৪, ২০১৮
ইন্দোনেশিয়ায় এবার পুলিশ হেডকোয়ার্টারে হামলা, আহত ১০ ইন্দোনেশিয়ায় পুলিশ হেডকোয়ার্টারে হামলা (সংগৃহীত ছবি)

ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরে তিন ‍গির্জায় হামলার একদিন পরই এবার পুলিশ হেডকোয়ার্টারে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। 

সোমবার (১৪ মে) সকালের এ হামলায় চার পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছেন।

এর আগে রোববার (১৩ মে) তিন গির্জায় আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত হন।

পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স মাঙ্গেরা বলেন, দু্ই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে পুলিশ হেডকোয়ার্টারের সামনে আত্মঘাতী বোমা হামলা চালায়। তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে পারছি না।  

রোববারের হামলার দায় আইএস স্বীকার করলেও এখন পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টারের হামলার দায় কেউ স্বীকার করেনি।  

**ইন্দোনেশিয়ায় তিন গির্জায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৯

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মে ১৪, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।