ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কিডনি জটিলতায় হাসপাতালে ভর্তি মেলানিয়া 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মে ১৫, ২০১৮
কিডনি জটিলতায় হাসপাতালে ভর্তি মেলানিয়া  মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া।

কিডনি সমস্যা নিয়ে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

সোমবার ( ১৪ মে) মেলানিয়ার যোগাযোগ পরিচালক স্টেফিনি গ্রেশাম বলেছেন, কিডনি রোগের চিকিৎসার জন্য ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি হন ৪৮ বছর বয়সী মিসেস ট্রাম্প। এনিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি এখন জটিলতামুক্ত। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

স্টেফিনি গ্রেশাম আরও বলেন, মার্কিন ফার্স্ট লেডি সুস্থ হয়ে অসহায় শিশুদের জন্য কাজ করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেলানিয়া ট্রাম্পের অস্ত্রোপচারের সময় হোয়াইট হাউসে ছিলেন। কিন্তু ট্রাম্প টুইট করেছেন।

ট্রাম্প লিখেছেন ‘আমাদের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অস্ত্রোপচারের সফল হয়েছে। সবাইকে ধন্যবাদ!’

বাংলাদেশ সময়: ০৫৫৯ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।