মঙ্গলবার (১৫ মে) তিনি ‘ছোটখাট’ একটি অস্ত্রোপচারের জন্য ওয়েস্টব্যাংক হাসপাতালে ভর্তি হন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে।
সোমবার (১৪ মে) জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনকে কেন্দ্র করে গাজা সীমান্তে বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে ৫২ জনের প্রাণহানীর ঘটনায় ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে উত্তেজনা বেড়ে যায়।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ইউএন সিকিউরিটি কাউন্সিলে অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮২ বছর বয়সী এ নেতা।
এরও আগে ২০১৬ সালে হার্টে জটিলতা নিয়ে কোনো সরকারি ঘোষণা ছাড়াই তিনি ওয়েস্টব্যাংক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সাবেক সভাপতি ইয়াসির আরাফাতের মৃত্যুর পর ২০০৪ সালে আব্বাস ফিলিস্তিনির প্রেসিডেন্ট হন। ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উভয়ের শান্তি নিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন। তবে ২০১৪ সালে সে শান্তি ভেঙে যায়।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মে ১৫, ২০১৮
টিএ