মঙ্গলবার (১৫ মে) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো।
বারানসির ক্যান্টনমেন্ট এলাকায় ফ্লাইওভারটির নির্মাণ কাজ চলছিলো।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অনেকে চাপা পড়ে রয়েছে। পুলিশের উপস্থিতিতে চলছে উদ্ধারকাজ।
এ ঘটনাটি তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি তার ডেপুটি কেশেভ প্রসাদ মৌর্য এবং মন্ত্রী নীলকান্ত তিওয়ারীকে ঘটনাস্থলে যেতেও নির্দেশ দেন।
এছাড়াও উত্তর প্রদেশের মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং বলেন, এ ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে প্রশাসনকে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটে বলেছেন, আমি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা ক্ষতিগ্রস্তদের জন্য সম্ভাব্য সব সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করছেন। এছাড়াও ফ্লাইওভারটি ধসে যাওয়ার কারণ সম্পর্কে তদন্ত করার জন্য সিএম যোগী আদিত্যনাথকে বলেছি।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এএ/টিএ