বৃহস্পতিবার (২৪ মে) হোয়াইট হাউসের একটি চিঠির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়।
ওই চিঠিতে ট্রাম্প বলেন, কিছুদিন আগে আপনার (কিম জং উন) সঙ্গে বৈঠকে মিলিত হতে আমি খুব আগ্রহী ছিলাম।
ট্রাম্প আরও বলেন, আপনি আপনাদের পারমাণবিক ক্ষমতা সম্পর্কে কথা বলছেন। কিন্তু আমাদের এতো বড় ও শক্তিশালী সক্ষমতা, তারপরও আমি প্রার্থনা করি এসব যেনো কোনো সময় ব্যবহার করতে না হয়।
উত্তর কোরিয়া একটি বিশাল সুযোগ হারিয়েছে উল্লেখ করে চিঠির শেষ দিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কিম যদি তার মানসিক চিন্তা-চেতনার পরিবর্তন করতে পারেন, তাহলে তিনি যেনো আমাকে বৈঠকের আহ্বান জানান।
ট্রাম্প এও বলেন, বৈঠকটি ছিল উত্তর কোরিয়ার জন্য একটি সমৃদ্ধি ও শান্তির পরিকল্পনা। তারা সে পরিকল্পনার সুযোগ হারিয়েছে। প্রকৃতপক্ষে তাদের এই হারানোটি ইতিহাসে একটি খারাপ মুহূর্ত হিসেবে থাকবে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ২৪, ২০১৮
টিএ