শুক্রবার (২৫ মে) দেশটির মোনকোতো প্রদেশ থেকে বানদাকা শহরে যাওয়ার সময় কঙ্গো নদীতে এ ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনার কারণটি স্পষ্ট ছিল না বলে জানিয়েছেন কঙ্গোর উত্তরাঞ্চলের শুয়াপ প্রদেশের উপ-গভর্নর।
তিনি জানান, এ ঘটনায় প্রায় ৫০ জনের প্রাণহানি ঘটেছে। তবে প্রায় ৬০ জন প্রাণে বেঁচে গেছেন।
গণপ্রজাতান্ত্রিক কঙ্গোতে সড়ক পরিবহন ও রেলওয়ে সুবিধা খুবই কম। তাই নৌপথ পরিবহন ব্যবস্থাই বেশি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কঙ্গোর নৌকা বা জাহাজগুলোতে যাত্রীদের ওভারলোড সব সময়ই লক্ষ্য করা যায়। আর এ কারণে প্রায়ই দেশটিতে নৌ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ২৬, ২০১৮
টিএ