এসব সমালোচনার রেশ না কাটতেই বিশ্ববিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগের আরব সংস্করণে জুন মাসের প্রচ্ছদে দেখা গেল এক রূপসী নারীকে। মরুভূমিতে পার্ক করা একটি ছাদ-খোলা গাড়ির ড্রাইভিং সিটে বসে আসেন তিনি।
সম্প্রতি সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি নিয়ে নারী আন্দোলনকারীদের ধরপাকড় চলছে দেশটিতে। বেশ কিছু নারী আন্দোলনকারীর অবস্থান হয়েছে জেলখানায়। এমন পরিস্থিতিতে গাড়ির ড্রাইভিং সিটে বসে সৌদি রাজকুমারীর ভোগ ম্যাগাজিনের মডেল হওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সামাজিক সংস্কারমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে দেশটির নারীদের অগ্রযাত্রাকে উৎসর্গ করা হয়েছে ভোগের সংখ্যাটি।
রাজকুমারী হায়ফা ভোগ ম্যাগাজিনকে বলেন, আমাদের দেশের রক্ষণশীলরা পরিবর্তনকে ভয় পান। তবে ব্যক্তিগতভাবে আমি পরিবর্তনকে সমর্থন করি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই হায়ফায় ছবিটি শেয়ার করেন এবং সৌদি নারীদের অধিকারের প্রতি সমর্থন জানান।
কিন্তু ভোগ ম্যাগাজিনে প্রকাশিত তার ছবিটি জন্ম দেয় নতুন বিতর্কের। কারণ, গত মে মাসে কমপক্ষে ১১ জন নারী আন্দোলনকারীকে গ্রেফতার করেছে সৌদি সরকার। তারা পুরুষ অভিভাবকত্ব ও নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞার বিরোধিতা করছিলেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, গত সপ্তাহে এদেরমধ্যে চারজনকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু অন্যদের ভাগ্যে কী ঘটেছে সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি কেউ।
জানা যায়, আগামী জুনের ২৪ তারিখে নারীদের গাড়ি চালনার দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে দিতে চলেছে সৌদি সরকার।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ০১, ২০১৮
এনএইচটি