ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুন ১, ২০১৮
মুম্বাইয়ে ভবনে আগুন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে একটি অফিস ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১ জুন) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দক্ষিণ মুম্বাইয়ে সিন্ডিয়া হাউজ নামে ওই ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ভবন থেকে পাঁচ জনকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ভবনটির চতুর্থ তলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। ওই কক্ষটি  ইনকাম ট্যাক্স বিভাগের অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

টুইটারে এক ব্যক্তি লিখেছেন, সিন্ডিয়া ভবনটির ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কর্মকর্তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। লোকজন তাদের ব্যাগ নিয়ে দ্রুতবেগে ভবন থেকে বেরিয়ে আসছেন। আমি আমার গুজরাটের বাড়িতে যাচ্ছিলাম। তাই আমি ভাবলাম, এ গুরুত্বপূর্ণ তথ্যটি সবাইকে জানানো দরকার।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ০১, ২০১৮
একে/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।