শুক্রবারের (১ জুন) এ ভোটের প্রেক্ষিতে পেদ্রো বলেন, আমাদের দেশে গণতন্ত্রের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছি।
স্পেনের ইতিহাসে রাহয়ই প্রথম প্রধানমন্ত্রী যিনি নন-কনফিডেন্স ভোটে পরাজিত হলেন।
দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে রাহয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির (পিএসওই) নেতা সানচেজ। পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের দ্বিতীয় দিনের বিতর্কে পরাজয় স্বীকার করে নেন রাহয়। অন্যদিকে সানচেজ বেশ কিছু ছোট দলের সমর্থন অর্জনে সক্ষম হয়ে প্রধানমন্ত্রীর আসনে বসার জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন।
বলা হচ্ছে, এটি সানচেজের সমাজতান্ত্রিক দলের জন্য একটি বড় সাফল্য।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুন ০১, ২০১৮
একে/এনএইচটি