শনিবার (০২ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় প্রবল বর্ষণ ও বজ্রবৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে এ ঘটনা ঘটে। এছাড়া মুম্বাই শহরের বেশ কিছু এলাকাজুড়ে জলাবদ্ধতা ও যানজট দেখা দিয়েছে।
এদিকে, এমন প্রতিকূল আবহাওয়ার কারণে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব হচ্ছে। সেইসঙ্গে ভিন্নদিকে প্রস্থান করা হয় কয়েকটি ফ্লাইটও।
ভারতীয় আন্তর্জাতিক জেট এয়ারলাইনস বলছে, প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার সকাল ১১টা থেকে অন্তত ৪৫ মিনিট করে প্লেন আসা যাওয়ায় বিলম্ব করছে।
বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
টিএ