বুধবার (০৬ জুন) গাজার পশ্চিম তীরে নাবি সালেহ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের তথ্যমন্ত্রী।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, নাবি সালেহ গ্রামে ১০ জনেরও বেশি ফিলিস্তিনি যুবক সেনাবাহিনীর কাজে বিঘ্ন ঘটাচ্ছিল।
এ ঘটনা তদন্ত করা হবে বলেও বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী।
সাম্প্রতিক সময়ে পশ্চিম তীর ও গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যাকাণ্ড সারাবিশ্বে সমালোচিত হয়েছে। এর আগে গত শুক্রবার রাজন আল নাজ্জার নামে এক নারী স্বাস্থ্য কর্মীকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুন ০৬, ২০১৮
এএইচ/ওএইচ/