ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন যুদ্ধজাহাজে হামলার দোষ স্বীকার সোমালিয়ার নাগরিকের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০
মার্কিন যুদ্ধজাহাজে হামলার দোষ স্বীকার সোমালিয়ার নাগরিকের

ওয়াশিংটন: সোমালিয়ার একজন নাগরিক যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে সশস্ত্র হামলার দায় স্বীকার করেছেন। এ জন্য তার ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।

শুক্রবার আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

জামা ইদলে ইব্রাহিম নামের ওই সোমালীয়কে ভার্জিনিয়ার একটি আদালতে হাজির করা হয়েছিলো। গত ১০ এপ্রিল অ্যাডেন উপসাগরে তিনি ও তার পাঁচ জন সঙ্গী মার্কিন রণতরী ইউএসএস অ্যাশল্যান্ডে হামলা চালায়। তারা ওই রণতরীকে বাণিজ্য জাহাজ ভেবে ভুলক্রমে হামলা করেছিলো। কিছুণ পরই তাদের আটক করা হয়।

আগামী ২৯ নভেম্বর তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। ইব্রাহিমের বিরুদ্ধে জাহাজ লুণ্ঠন, সহিংসতার সঙ্গে জড়িত ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও এর আগে, ইব্রাহিমের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছিলো।

এছাড়া বাকি পাঁচ আসামীর বিরুদ্ধে আরেকটি আদালতে মামলা চলছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১২০ ঘণ্টা ,আগস্ট ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।