বৃহস্পতিবার (৭ জুন) প্রধান বিচারপতি সাকিব নিসার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।
২০১৬ সাল থেকে দুবাইয়ে নির্বাসিত ৭৪ বছর বয়সী মোশাররফকে ২৫ জুলাইয়ের নির্বাচনে অংশ নিতে হলে ১৩ জুনের মধ্যে কোর্টে হাজিরা দিতে হবে।
২০১৩ সালে পেশোয়ার হাইকোর্ট মোশাররফকে নির্বাচনের অংশ নেওয়ার জন্য আজীবন নিষেধাজ্ঞার রিভিউ পিটিশন স্থগিত করেন।
২০১৬ সাল থেকে অল মুসলিম লিগ প্রধান জেনারেল মোশাররফ দুবাইয়ে বসবাস করছেন।
তবে কোর্ট অনুমতি দিলেও পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের পাসপোর্ট, আইডি কার্ড ব্লক করা। কোনো দেশেই বৈধভাবে তার যাওয়ার উপায় নেই। রায়ের পর তিনি কীভাবে নিজদেশে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, জুন ০৮, ২০১৮
এএ