রোববার (১৭ জুন) নিউজার্সির ট্রিনটনের এক আর্ট উৎসবে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
দেশটির কৌঁসুলি অ্যাঙ্গলো ওনোফ্রি জানান, রাতভর এ আর্ট উৎসবে রাত তিনটার দিকে দু’জন সন্দেভাজন আচমকা গুলি ছোড়েন।
তিনি আরও জানান, আহত ২০ জনের ১৬ জন গুলিবিদ্ধ হয়ে জখম হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
আর্ট উৎসব কর্তৃপক্ষ জানায়, এ উৎসবে প্রায় ১০০০ জন উপস্থিত ছিলেন। গুলি শুরু হলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
অ্যাঙ্গলো নিকোলো নামে এক ব্যক্তি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেন, তিনি ও তার ভাই গুলির শব্দ শুনে উৎসবে আসেন। তখন উৎসবে লোকজন এদিক সেদিক ছোটাছুটি করছিলো।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
এএইচ/এএ