ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ ১২৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ ১২৮ ডুবে যাওয়া ফেরির উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে

বৈরী আবহাওয়ার কবলে পড়ে ইন্দোনেশিয়ায় ১৪০ আরোহী নিয়ে লেক তোবায় একটি ফেরি ডুবে গেছে। এতে ১২৮ জন নিখোঁজের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৮ জুন) বিকেলে ফেরিটি ডুবে যাওয়ার পর সেনাবাহিনী, পুলিশসহ অন্তত একশ উদ্ধারকর্মী তা উদ্ধারে কাজ করছেন। তবে প্রচণ্ড বৃষ্টিপাত ও দুই মিটার  উঁচু ঢেউয়ের কারণে কার্যক্রম ব্যাঘাত ঘটছে।

দুর্ঘটনায় নিখোঁজদের মধ্যে ঠিক কতোজন বিদেশি রয়েছেন তা প্রাথমিক জানা যায়নি।

মেদান শহরের উদ্ধার অভিযান সংস্থার প্রধান বুদিওয়ান জানান, সকাল ৭টা নাগাদ আমাদের উদ্ধার টিম ঘটনাস্থলে কাজ শুরু করে। তবে বৈরী আবহাওয়ার কারণে ডুবে যাওয়াদের উদ্ধারে সময় লাগতে পারে। ডুবে যাওয়া ফেরিতে অনেক মরদেহ থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

কাঠের তৈরি ডুবে যাওয়া ফেরিটির ধারণক্ষমতা ৬০ জন হলেও তা অন্তত ৮০ জন যাত্রী ও অনেক মোটরসাইকেলসহ আরোহী পারাপার করছিলো বলে জানান দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা শ্রী হারদিয়ান্তো।

এর আগে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রতিরোধ সংস্থা থেকে জানানো হয়, ফেরিটিতে অন্তত ১৩০ জন আরোহী ছিলেন। যা তীব্র স্রোত ও বাতাসের কবলে পড়ে ডুবে যায়।

বিশ্বের অন্যতম গভীরতম লেক তোবা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মানুষ লেকটি ভ্রমণে আসেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।