অথচ সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠকের পর গত ১৩ জুন টুইটারে ট্রাম্প বলেছিলেন, এখন সবাই আগের থেকে অনেক নিরাপদ। উত্তর কোরিয়ার কাছ থেকে এখন আর কোনো পারমাণবিক হুমকি নেই।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দুইটি সামরিক মহড়া স্থগিতের পর শুক্রবার (২২ জুন) নতুন করে এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।
তবে পেন্টাগন বলছে, দুই দেশের ডিপ্লোম্যাটিক আলোচনা এগিয়ে নিয়ে যেতেই এ কৌশল।
নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর ট্রাম্প একটি নোটিশের মাধ্যমে মার্কিন কংগ্রেসকে জানান, উত্তর কোরিয়ার সরকারের বিভিন্ন কার্যকলাপ, নীতি এবং কোরীয় উপদ্বীপে ঝুঁকিপূর্ণ অস্ত্রের অস্তিত্ব এখনও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, পররাষ্ট্র নীতি ও অর্থনীতির জন্য হুমকি।
২০০৮ সালে উত্তর কোরিয়া ইস্যুতে জাতীয় জরুরি অবস্থা জারি করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে নিয়মিতভাবে এ জরুরি অবস্থা ও বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে থাকেন মার্কিন প্রেসিডেন্টরা।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এনএইচটি