ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে নারীদের জন্য বিশেষ পার্কিং সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
সৌদিতে নারীদের জন্য বিশেষ পার্কিং সুবিধা সাইনবোর্ড। ছবি: সংগৃহীত

ঢাকা: নানা বাধা-বিপত্তি অতিক্রম করে অবশেষে গাড়ির স্টিয়ারিংয়ে বসতে শুরু করেছেন সৌদি নারীরা। বিশ্বে সৌদি আরবই একমাত্র রাষ্ট্র ছিল, যেখানে নারীরা গাড়ি চালাতে পারতেন না।

রোববার (২৪ জুন) থেকে এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দিনটি উদযাপন করছে মরভূমির এ দেশ। সেই সঙ্গে নারীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধাও রেখেছেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান।

দেশটিতে এখন থেকে নারীদের গাড়ি চালনায় বিশেষ সুবিধা দেবে সৌদি সরকার। ইতোমধ্যেই নারীদের জন্য বিশেষ পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে। বিভিন্ন শপিংমল, হোটেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নারীদের জন্য রাখা হয়েছে বিশেষ পার্কি সুবিধা। সাইনবোর্ড।  ছবি: সংগৃহীতছবিতে দেখা গেছে, সৌদি রাস্তার মোড়ে সাইনবোর্ডে লেখা রয়েছে- গাড়ি চালনায় নারীদের জন্য বিনামূল্যে পার্কিং ব্যবস্থা আছে ও শুধু নারীদের জন্য এ পার্কিং ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।