নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা রোববার (২৪ জুন) থেকে উঠে যাওয়ায় দিনটি উদযাপন করছে সৌদি নারীরা।
আন্তর্জাতিক
কেবল গাড়ি নয়, মোটরবাইকও চালাবেন সৌদি নারীরা
আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সব গোঁড়ামি মাটিচাপা দিয়ে প্রগতির হাত ধরে উঠে আসছেন সৌদি আরবের নারীরাও। তাদের হাতে এরইমধ্যে উঠে গেছে গাড়ির স্টিয়ারিং। কেবল গাড়িই নয়, সৌদি নারীরা চাইছেন, তারা মোটরবাইকও হাঁকাবেন রাজপথে।
এই অগ্রগতিতে অনুপ্রাণিত সৌদি নারীরা এখন বলছেন, তারা মোটরবাইকও চালানোর অনুমতি চান। এমনই একজন আলিয়া আবু ধুহাইর। এ মোটরবাইকপ্রেমী নারী সংবাদমাধ্যমকে বলেন, ‘শৈশবে থেকেই আমার মোটরসাইকেল চালানো ব্যাপক আগ্রহ। এই বিষয়টাও সব রক্ষণশীলতার গোঁড়ামি উঠে যাবে বলে আমার বিশ্বাস। ’
সৌদিতে নারীদের জন্য বিশেষ পার্কিং সুবিধা
ড্রাইভিং সিটে সৌদি নারীরা
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।