ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টেক্সাসের হাসপাতালে বিস্ফোরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
টেক্সাসের হাসপাতালে বিস্ফোরণ, নিহত ১ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা বিস্ফোরণের ছবি।

টেক্সাসের গেটসভিল শহরের একটি হাসপাতালে বিস্ফোরণ ঘটলে সেখানে কর্মরত একজন নির্মাণকর্মী নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ জুন) সন্ধ্যায় গেটসভিলের কোরেল মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনাটি ঘটে।  

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, হাসপাতাল ভবনের একটি বর্ধিত অংশে বিস্ফোরণটি ঘটে।

ওই অংশটিতে নির্মাণ কাজ চলছিল। বিস্ফোরণের ফলে ভবনের কিছু অংশ ধসে যায়।

বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে পুলিশ।

বিস্ফোরণের পর ওই হাসপাতাল থেকে সবাইকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। হাসপাতালের সব রোগীকে নিকটবর্তী হ্যামিলটন হাসপাতালে স্থানান্তর করা হয়।  

বিস্ফোরণের পর স্থানীয় লোকজন ধসে পড়া হাসপাতাল ভবনের ছবি ও নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।  

জানা যায়, বিস্ফোরণের পর হাসাপাতাল এবং আশেপাশের এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।