বুধাবর (২৭ জুন) দেশটিতে এ উপলক্ষে ধূমপান বিরোধী নতুন আইন পাস করা হয়। এই নতুন আইন ২০২০ সাল থেকে কার্যকর করা হবে।
২০২০ সালের ২৪ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক। সে কারণে খেলা শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই শহরের স্কুল, ডে কেয়ার সেন্টার, হাসপাতাল ও রেস্তোরাঁগুলোতে ধূমপান নিষিদ্ধ করা করা হবে। তবে রেস্তোরাঁগুলোতে অভ্যন্তরীণ ধূমপানের জায়গা করার অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে রেস্তোরাঁর গ্রাহকরা ওই এলাকার ভেতরে গিয়ে ধূমপান করতে পারবেন।
সম্প্রতি টোকিও’র গভর্নর ইউরিকো কোইক বলেছেন, আমরা এখন ২০১৯ সালের রগবি বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো মেগা ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠানের জন্য প্রস্তুত আছি।
এদিকে, ধূমপান নিষেধাজ্ঞার এ নতুন আইন ভঙ্গ করা হলে ৪৫৫ ডলার পর্যন্ত কঠিন জরিমানার সম্মুখীন হতে হবে যে কোনো ধূমপায়ীকে।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
টিএ