ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নির্ভয়া হত্যা-ধর্ষণ মামলার আসামিদের মৃত্যুদণ্ড বহাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
নির্ভয়া হত্যা-ধর্ষণ মামলার আসামিদের মৃত্যুদণ্ড বহাল মামলার চার আসামি। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে চলন্ত বাসে নির্ভয়া নামে এক তরুণীকে গণধর্ষণ এবং পরে হত্যার মামলায় তিন আসামির ফাঁসির রায় বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি দিপক মিশ্র’র নেতৃত্বে বিচারপতি আর ভানুমতি ও বিচারপতি অশোক ভূসানের সম্বন্বয়ে গঠিত বেঞ্চ ওই তিন আসামির আপিল আবেদন খারিজ করে দেন। এ মামলায় চার আসামির মধ্যে একজন আপিল আবেদন করেননি।

গত বছরের ৫ মে তাদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। এরপর তিনজন যাবজ্জীবনের জন্য আপিল আবেদন করেন। পরে একই বছরের নভেম্বরে তাদের আপিল শুনানির অনুমোদন দেন আদালত।

এ মামলার আসামিরা হলেন- মুখেশ (২৯), পাওয়ান গুপ্ত (২২), ভিনয় শর্মা (২৩), অক্ষয় কুমার সিং (৩১)।

২০১২ সালের ১৬ ডিসেম্বর নির্ভয়াকে চলন্ত বাসে গণধর্ষণ করেন অভিযুক্তরা।

এরপর ধর্ষণ ও পরে হত্যার ঘটনায় ছয় আসামিকে অভিযুক্ত করে মামলা করা হয়। অভিযুক্তদের মধ্যে বাসচালক রাম সিং কারাগারে আত্মহত্যা করেন। অপর এক আসামির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

নির্ভয়া হাসপাতালে ভর্তির ১৬ দিন পর মারা যান। তার বাবা-মাসহ ভারতীয় মানবাধিকার কর্মীরা আসামিদের ফাঁসির দাবি জানিয়ে আসছেন।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।