ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কোচি এয়ারপোর্ট শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
কোচি এয়ারপোর্ট শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা কচি এয়ারপোর্ট

টানা বৃষ্টিপাতের কারণে ভারতের কেরালা রাজ্যের কোচি এয়ারপোর্টে শনিবার (১৮ আগস্ট) বিকেল পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে।

পেরিয়ার নদীর পানি বৃদ্ধি পেয়ে এয়ারপোর্ট এলাকার কাছাকাছি চলে আসায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কোচি এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে,  ১৮ আগস্ট দুপুর ২টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

পেরিয়ার নদী পানি বাড়া এখনো অব্যাহত রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।  

বৃষ্টির অতিরিক্ত পানি দ্রুত সরে যাওয়ার জন্য ইদকু জলাধারের দু’টি গেট খুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।