ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এমিরেটসের ফ্লাইটে অসুস্থ হয়ে পড়লেন ১৯ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
এমিরেটসের ফ্লাইটে অসুস্থ হয়ে পড়লেন ১৯ যাত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: দুবাই থেকে নিউইয়র্কে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স এমিরেটসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েছেন ১৯ যাত্রী। প্লেনটি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণের পরই পরীক্ষা-নিরীক্ষা করে তাদের হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়। এদের মধ্যে অবশ্য ৮ জন হাসপাতালের বদলে গন্তব্যে চলে যান।

দুবাই থেকে রওয়ানা হয়ে বুধবার (৫ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় সকাল ৯টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিট) ৫২১ যাত্রীসহ ৫৩৮ আরোহীবাহী প্লেনটি অবতরণের পর ওই যাত্রীদের অসুস্থতা সম্পর্কে নিশ্চিত হন জরুরি চিকিৎসক ও বিমানবন্দরের কর্মকর্তারা।

তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তরফ থেকে বলা হয়েছে, প্রাথমিকভাবে প্লেনটির ক্রুসহ শ’খানেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়।

প্লেনটি অবতরণের পর পরীক্ষা-নিরীক্ষা করে অনেকের মধ্যে কাশি ও জ্বর এবং পাকতন্ত্রজনিত রোগের উপসর্গ দেখা যায়।  জনস্বাস্থ্য বিভাগ আক্রান্তদের শরীরের তাপমাত্রা পরিমাপ করে। পরে চিকিৎসার জন্য ১১ জনকে হাসপাতালে পাঠানো হয়।

তৎক্ষণাৎ এমিরেটসের পক্ষ থেকে টুইট করে বলা হয়, অসুস্থ যাত্রীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে, আর যারা আক্রান্ত হননি তাদের প্লেন ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে।

কী কারণে এই ফ্লাইটে এতোগুলো যাত্রী অসুস্থ হয়ে পড়লেন সে বিষয়ে কিছু স্পষ্ট না হলেও নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিওর কার্যালয় থেকে বলা হয়েছে, এই যাত্রীদের বেশিরভাগই আসছিলেন সৌদি আরবের পবিত্র নগরী মক্কা থেকে। সম্প্রতি সেখানে এক ধরনের ফ্লু ছড়িয়েছে, যাতে আক্রান্ত হন হাজারো হজযাত্রী। ফ্লাইটের আক্রান্ত যাত্রীদের মধ্যেও সেই ফ্লু’র উপসর্গ দেখছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ০৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮/আপডেট ১০০৪ ঘণ্টা
এইচএল/আরএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।