ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি সৈন্যদের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
ইসরায়েলি সৈন্যদের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

ঢাকা: গাজায় ইসরায়েলি সৈন্যদের গুলিতে মোহাম্মদ আবু সাদেক (২১) নামে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৯০ জন।

সোমবার (২৪ সেপ্টেম্বর) গাজা শহরের কাছে এ ঘটনা ঘটে।  

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার (২৪ সেপ্টেম্বর) গাজার কাছে ইসরায়েলি সীমান্ত এলাকায় প্রায় এক হাজার ‌‌ফিলিস্তিনি 'গ্রেট মার্চ রিটার্ন' দাবিতে বিক্ষোভ করছিল।

এসময় কোনো রকম উস্কানী ছাড়াই ইসরায়েলি সেনারা বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। এতে ফিলিস্তিনি যুবক মোহাম্মদ আবু সাদেক আহত হন।
পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

আহতদের গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
টিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।