ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত, সর্বোচ্চ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত, সর্বোচ্চ সতর্কতা জারি

জাকার্তা: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সিনাবাং আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হওয়ার পরিপ্রেক্ষিতে রোববার সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আগ্নেয়গিরি থেকে সৃষ্ট ধোঁয়া ও ছাই এক হাজার ৫০০ মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ছে।

হাজার হাজার লোককে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

জাতীয় আগ্নেয়গিরি বিপর্যয় সতর্কতা কেন্দ্রের প্রধান সুরোনো বার্তা সংস্থা এএফপিকে জানান, প্রাথমিক ভাবে আমরা ছাই এবং ধোঁয়াকে মেঘ ভেবেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি এটা অগ্নুৎপাতের কারণে ছাইমেঘ তৈরি হয়েছে। ’ তিনি বলেন, ‘এটা খুবই বিপদজনক। তাই আমরা সর্বোচ্চ সতর্কতা জারি করেছি। ’

সুরোনো আরও বলেন, সুমাত্রার উত্তরাঞ্চলে সিনাবাং আগ্নেয়গিরি থেকে গত ৪০০ বছরে কোনো লাভা বের হয়নি। শুক্রবারের পর থেকে এর কিছু উদগিরন লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের লোকজন গোটা জেলা ঘিরে রেখেছে। রাজ্য কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ’

সংবাদ সংস্থা অন্তরা জানায়, কমপক্ষে ১২ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পৃথিবীর ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া অন্যতম।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, আগস্ট২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।