আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, গাঁজা ইস্যুতে নতুন আইনের বিস্তারিত জানাতে আর জনসাধারণের সচেতনতা বাড়াতে ১৫ মিলিয়ন পরিবারের কাছে চিঠি পাঠিয়েছে দেশটির সরকার।
তবে মাদক সেবন করে ড্রাইভিং ইস্যু মোকাবেলা করতে পুলিশ বাহিনীকে হিমশিম খেতে হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।
কানাডাই প্রথম জি-সেভেন দেশ যারা গাঁজা বৈধ করেছে। এছাড়া গাঁজা উৎপাদন এবং বিক্রি এক বিরাট শিল্প হয়ে উঠছে দেশটিতে।
২০১৫ সালের নির্বাচনী প্রচারণাকালে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল, কানাডায় গাঁজার বৈধতা দেওয়া।
কানাডায় ২০০১ সাল থেকেই মেডিক্যাল মারিজুয়ানা (চিকিৎসার স্বার্থে গাঁজা ব্যবহার) বৈধ। এবার থেকে বিনোদনমূলক উদ্দেশ্যেও গাঁজা সেবনে কোনো বাধা থাকছে না।
উল্লেখ্য, উরুগুয়ে পাঁচ বছর আগেই বিনোদনমূলক উদ্দেশ্যে গাঁজা সেবনের বৈধতা দিয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের নয়টি প্রদেশেও তা বৈধ।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এপি/এমজেএফ